গৌরনদী
মিথ্যা ও ষরযন্ত্রমূলক মামলায় গৌরনদীর সাংবাদিককে আদালতে অব্যহতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজীব হোসেন খানকে গত ৫ আগষ্ট সন্ধ্যায় আওয়ামীলীগ অফিসে ডেকে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা। পরবর্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বাদি হয়ে রাজীব হোসেন খানের বিরুদ্ধে নাশকতায় উস্কানী দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সাংবাদিক রাজীব নির্দোশ প্রমানিত হওয়ায় গত সোমবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড তৃতীয় বিচারিক আদালতের বিচারক এস. এম. মাহবুব আলম মামলা থেকে অব্যহতি প্রদান করেন।
সাংবাদিক রাজীব হোসেন খান বলেন, গত ৫ আগষ্ট নিরাপদ সড়ক চাই দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক গৌরনদীর বার্থী কলেজের সামনে অবরোধ করে শিক্ষার্থীরা। তথ্য সংগ্রহে আমি সেখানে উপস্থিত হই। এতে ক্ষিপ্ত হয়ে কতিপয় আওয়ামীলীগের নেতা আমাকে টরকী বন্দরস্থ কার্যালয়ে ডেকে পাঠান। আমি অফিসে পৌছামাত্র আমাকে মারধর করে জখম করে অফিসে আটকে রাখেন। পরে পুলিশে খবর দিয়ে রাত ৯টায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরবর্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বাদি হয়ে রাজীব হোসেন খানসহ দুই জনের নামউল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে নাশকতার সৃষ্টির পায়তারার অভিযোগে মামলা দায়ের করেন। রাজীব হোসেন খানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। রাজীব ১৫ দিন কারাভোগ করে জামিনে মুক্ত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন গত ফেব্রæয়ারি মাসে রাজীব হোসেন খান ও ইরফান নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। মামলা চার্জ গঠনের ধার্য্য দিনে আসামির আইনজীবি মামলা থেকে অব্যহতি পাওয়ার আবেদন করেন। আবেদনের শুনানী শেষে গত সোমবার বরিশাল ম্যাজিষ্ট্রেড বিচারিক আদালতের বিচারক এস, এম. মাহবুব অঅলম মামলা থেকে সাংবাদিক রাজীব হোসেন খানকে অব্যহতি প্রদান করেন। মামলা থেকে অব্যহতি পেয়ে রাজীব হোসেন খান বলেন, সত্যের জয় হয়েছে। আসামি পক্ষের আইনজীবি ছিলেন কাজী বেলাল হোসেন।