বরিশাল
গৌরনদীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌর সভার উত্তর বিজয়পুর মহল্লার এক কৃষক পরিবারের বসত ঘরে বুধবার রাতে বখাটেরা হানা দিয়ে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গরুতর অবস্থায় আহত ছোট ভাইকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কৃষক পরিবারের যুবতি কন্যা (৩০) জানান, ছোট ভাই হিলটন হালদারকে (২৩) ও তার স্ত্রী ঋৃতু হালদার (২৩) ও সন্তানকে নিয়ে গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার নিজ বাড়িতে বসবাস করেন। হাট বাজার থেকে বাড়িতে আসা যাওয়ার পথে একই গ্রামের সুমির সরদারের মাদকাসক্ত বখাটে পুত্র হৃদয় সরদার (২৫) দীর্ঘদিন যাবত তাকে উত্যক্ত ও যৌন হয়রানী করে আসছিল। গত ৫/৬ মাস আগে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বখাটে হৃদয় সরদারকে আটক করেন। পরে দফারফা করে থানা থেকে ছাড়া পান। থানা থেকে ছাড়া পেয়ে বখাটে হৃদয় বেপরোয়া হয়ে উঠে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
যুবতি কন্যা অভিযোগ করে বলেন, বুধবার রাতে আমি ভাইর স্ত্রীকে নিয়ে ঘরে ছিলাম। রাত সাড়ে ১০ টার দিকে বখাটে হৃদয় সরদার (২৫) সহযোগী একই গ্রামের নুর আলম উকিলের ছেলে শাহাদাত উকিল (৩০) বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। আমি দরজা না খুললে সে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে দরজা ও জানালা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় আমি ছোট ভাই হিলটনকে খবর দিলে সে বাড়িতে এসে বখাটে হৃদয় সরদারকে দেখতে পেয়ে বখাটেপনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হৃদয় সরদার ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ছোট ভাই হিলটন হালদারকে কুপিয়ে জখম করে। ওই রাতেই গুরুতর অবস্থায় হিলটনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের ব্যপারে জানতে হৃদয় সরদারের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই রিমন সরদারের (২৮) কাছে জানতে চাইলে রিমন বলেন, হৃদয় মাদকাসক্ত ও বখাটে হওয়ায় তার কোন খবর রাখি না। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।