গৌরনদী
সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের দশম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের কৃতি সন্তান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রী, জিয়া সরকারের সময়ে প্রতিমন্ত্রী সুনীল কুমার গুপ্ত’র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার আগৈলঝাড়ায় নানান অনুষ্ঠানের অয়োজন করা হয়। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মন্দিরে মন্দিরে শান্তি কামনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে সুনীল গুপ্তের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত ছিলেন।