গৌরনদী
গৌরনদীতে সাব-রেজিষ্ট্রী অফিসের নকল নবীশদের কলম বিরতি পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সাব-রেজিষ্ট্রী অফিসের এক্সট্রা মোহরারদের (নকল নবীশ) স্কেল ভুক্ত করা ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গৌরনদীতে গতকাল বৃহস্পতিবার সকালে চার দিন ব্যাপীর শেষ দিন কলম বিরতি পালন করেন।
সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত কলম বিরতি পালন কালে গৌরনদী সাব-রেজিষ্ট্রী অফিসের সম্মুখে এক্সট্রা মোহরার স্থানীয় সভাপতি রুমানা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. সোহেল, সহ সাধারন সম্পাদক জুলেখা খানম, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সদস্য রেশমা আক্তার, কাজী নাসরিন, নাজনীন আক্তার, সেলিনা পারভীন, রিপিকা বেপারী, রহিমা খানম প্রমুখ।