সারাদেশ
গৌরনদীতে নিমার্ণ শ্রমিক আগৈলঝাড়ায় স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে বুধবার সকালে থানা পুলিশ নির্মাণ শ্রমিক ইমরান বেপারী (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। অপরদিকে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের নিরঞ্জন বল্লভের স্ত্রী ও স্বরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রিয় বালা রায়ের (৪৮) লাশ উদ্দার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেলে কলেজ মর্গে পাঠানো হয়। গৌরনদীর ঘটনায় অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা এবং আগৈলঝাড়ার ঘটনায় ¦কেটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার আব্দুল মোতালেব বেপারীর পুত্র ইমরান বেপারী (২০) প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে পড়নোর পোষাক পরিবর্তন করে ঘর থেকে বের হয়। রাতে ইমরান বাড়িতে ফিরেনি। সকালে তার বসত ঘরের পশ্চিম পাশে পেয়ারা গাছের সাথে ইমরানের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশে পেয়ারা গাছের সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতর ভাই রানা বেপারী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপর দিকে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের নিরঞ্জন বল্লভের স্ত্রী ও স্বরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দুই সন্তানের জননী প্রিয় বালা রায় (৪৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মো. মিনহাজ উদ্দিন জানান, খবর পেয়ে শিক্ষিকা প্রিয় বালার রান্না ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে শিক্ষিকার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।