বরিশাল
গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ চলতি অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসুচির আওতায় বরিশালের গৌরনদীতে মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ফারিহা তানজিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে জনপ্রতি ৩০ কেজি করে সার ও বীজ বিতরণ করা হয়।