গৌরনদী
আগৈলঝাড়ার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন মোল্লার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের বিশিষ্ট নেতা, ব্যবসায়ী সমিতির সভাপতি, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, গৈলা আল-ফারুক এতিমখানার সভাপতি, সাধনা ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন মোল্লা (৬২) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মঙ্গলবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ আছর সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তার জানাজার নামাজে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস ও দলীয় নেতা-কর্মীসহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এ্যাড. বলরাম পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্ত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, আগৈলঝাড়া উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি আঃ সত্তার মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা সরদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সভাপতি এ্যাড. কাশেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুইয়াসাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, শরীফ ইলিয়াস, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, আ’লীগ নেতা মানিক মোল্লা, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।