গৌরনদী
উপজেলা নির্বাচনে উজিরপুর আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুদ্দিন বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষনা করেন ।
চেয়ারম্যান পদে ৯২ ২শত ৮৫ ভোট পেয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিদ্রোহী প্রার্থী মো. হাফিজুর রহমান পান ৮ হাজার ৫শত ১৯ ভোট। ভাইসচেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকের অপূর্ব কুমার বাইন ৯৩ হাজার ২ শত ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম খোকন চন্দ্র হালদার তালা প্রতিক পেয়েছেন ৮ হাজার ৫ শত ৯৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সীমা রানী শীল (কলস ) পেয়েছেন ৪০ হাজার ৬ শত ৩১ ভোট। তার নিকটতম প্রতিদন্দি মোর্শেদা পারভীন ফুটবল পেয়েছেন ৩৩ হাজার ১ শত ৭৭ ভোট। উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুদ্দিন বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।