গৌরনদী
উজিরপুরে শিশু দিবসে শিশুর প্রাণ কেড়ে নিলো ঘাতক বাস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতীয় শিশু দিবসে বরিশালের উজিরপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে শিশুর প্রান কেঁড়ে নিল ঘাতক বাস। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, বরিশালের উজিরপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের দিনমজুর আব্দুল মান্নান মৃধার পুত্র কাওছার হোসেন (৬) দুপুরে গোসলের জন্য দুই টাকা নিয়ে একটি মিনি প্যাক সেম্পু ক্রয়ের জন্য বাড়ির সন্নিকটে সোনার বাংলা বাজারে যান। ঢাকা-বরিশাল মহাসড়কের পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি গোল্ডেন লাইন পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যান। বাসের ধাক্কায় শিশুটি ছিটকে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিশুর বাবাসহ স্বজনরা। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আব্দুল মান্নান। তিনি বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন, সেম্পু দিয়ে গোসল করা হল না বাবার ।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, নিহত শিশু কাওসারের লাশটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিমু কাওছারের মৃত্যুতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে আসে।