বরিশাল
উজিরপুরে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর, আহত-১০, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদারের নির্বাচনী কার্যালয়ে গত মঙ্গলবার রাতে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমর্থকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় নৌকার ১০ সমর্থক আহত হয়। আহতদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বুধবার উজিরপুর মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখসহ ৪৩ জনকে অসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদারের ওটরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ৩৫/৪০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা, রড ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নির্বাচনী কার্যালয়ে উপস্থিত নৌকার সমর্থকদের মারধর করে অফিস থেকে বের করে দিয়ে অফিসের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
উপজেলার ওটরা ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আব্দুস সালাম খান ((৫০) অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা কর্মী সভা করছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের সমর্থক সন্ত্রাসী ফেরদৌস খানের নেতৃত্বে ৩৫/৪০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্বিতভাবে হামলা চালিয়ে নৌকার সমর্থক সবুজ খান, স্বপন খান, জামাল খান, ইমতিয়াজ হোসেন ও হাকিম মোল্লাসহ ১০ জনকে পিটিয়ে আহত করে অফিস থেকে বের করে দিয়ে অফিসের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। আহতদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অভিযোগ প্রসঙ্গে জানতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক ফেরদৌস খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে ডিউটি অফিসারও উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) মোহাম্মদ মামুন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সিকদারের সমর্থক ও নির্বাচন পরিচালনা ওটরা ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম খান বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৪৩ জনের বিরুদ্ধে লিখিত াভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।