Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মিথ্যা মামলায় হয়রানী করে জমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

    | ১৮:৩৬, মার্চ ১৩ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরকিল ইউনিয়ন আওয়ামীলীগের সমর্থক শাহাজিরা গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র প্রভাবশালী আব্দুল হাকিম হাওলাদার ক্ষমতার প্রভাব দেখিয়ে জাল কাগজপত্র বলে গ্রামের নিরিহ ১০টি পরিবারের সদস্যদের জমি দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বিগ্নে জমি দখল নিতে প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে। মিথ্যা মামলায় হয়রানী বন্ধ ও হাকিম হাওলাদারের বিচারের দাবিতে গত মঙ্গলবার ভূক্তভোগী পরিবারের সদস্যরা ঝাড়– মিছিল, মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

    স্থানীয় লোকজন, ক্ষতিগ্রস্থ পরিবার, পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, গৌরনদী উপজেলার সরকিল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও শাহাজিরা গ্রামের প্রভাবশালী আব্দুল হাকিম হাওলাদার ক্ষমতার প্রভাব দেখিয়ে শাহজিরা গ্রামের নিরিহ মানুষকে একের পর এক হয়রানী করে আসছে। সে জাল কাগজপত্র তৈরী করে ও গায়ের জোরে ১০টি পরিবারের জমি দখল করে নিয়েছে। ভূক্তভোগী পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এবং পরবর্তিতে জমি দখল করে নেন।

    শাহজিরা গ্রামের সাহেব আলী হাওলাদারের পুত্র কামরুল ইসলাম (৩৮) অভিযোগ করে বলেন, শাহজিরা মৌজার ২০ শতাংশ জমি আমার বাব দাদাসহ আমি ৫০/৬০ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিছুদিন যাবত ওই জমির ভূয়া কাগজপত্র তৈরী করে হাকিম হাওলাদার দখল নেওয়ার পায়তারা চালায়। ২ ফেব্রয়ারি দখল নিতে গেলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে হাকিম হাওলাদার আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মাশলায় তিনি দাবি করেন, তার ওপর হামলা চালিয়ে এক লক্ষ ৩ হাজার টাকা ছিনিয়ে নেই। গ্রামের মৃত ওহাব আলীর পুত্র ইমাম হোসেন অভিযোগ করে বলেন, আমি ভূমিহীন হওয়ায় শাহজিরা মৌজার ১০ শতাংশ জমি সরকারে কাছ থেকে লিজ নিয়ে ভোগ দখল করে আসছি। হাকিম একটি মিথ্যা মামলায় আমাকে আসামি করে এলাকা ছাড়া করে হাকিম হাওলাদার ওই জমি দখল করে নেন। একই অভিযোগ করেন গ্রামের ইয়াকুব হাওলাদারের পুত্র ইউসুফ হাওলাদার (৫০), রুহুল আমিন হাওলাদার (৩৪) ও জসিম উদ্দিন (২৮)। শাহজিরা গ্রামের শাহিনুর বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর মৃত্যুর পরে তার রেখে যাওয়া শাহজিরা মৌজার ১০ শতাংশ জমি আমি সন্তানদের নিয়ে ভোগ দখল করে আসছি। ওই জমির মালিকানা দাবি করে আব্দুল হাকিম দখল নেওয়ার চেষ্টা করে। আমি ও আমার ছেলেরা বাধা দিলে হাকিম আমার তিন পুত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে।

    অভিযোগের ব্যপারে জানতে চাইলে আব্দুল হাকিম বলেন, আমি কোন জাল জালিয়াতির আশ্রয় নেইনি। জমির বৈধ কাগজপত্র দলিলমূলে জমির মালিক আমি এবং আমিই ভোগদখল করে আসছি। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ অস্বীকার করে বলেন, কারো বিরুদ্ধে মিথ্যাা মামলা দেয়া হয়নি। যারা যে ঘটনার সঙ্গে জড়িত তাদেরই মামলায় আসামি করা হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, জোরপূর্বক অসহায় দূর্বলের জমি দখল করাই হাকিম হাওলাদারের কাজ, গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ট। বিরোধপূর্ন বিষয়গুলো মিমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও হাকিম কোন মিাংসা মানেন না । সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা বলেন, হাকিম হাওলাদারের নেশা ও পেশাই হলো জমিজমা দখল করা। বেশ কিছুদিন পূর্বে কে বা কারা হাকিমের বাড়িতে বোমা ফাটায়। পরবর্তিতে হাকিম হাওলাদার তার প্রতিপক্ষ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।

    সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ প্রসঙ্গে বলেন, হাকিম হাওলাদার তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে ঘটনায় মামলা দিতে থানায় গেলে থানা মামলা গ্রহন করেনি। পরবর্তিতে সে আদালতে মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে বোমা বিস্ফোরনের কোন আলামত পাওয়া যায়নি। গ্রামবাসিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জমি দখল বন্ধের দাবিতে গত মঙ্গলবার ভূক্তভোগী ও গ্রামবাসির উদ্যোগে সরিকলÑবাটাজোর সড়কের শাহজিরা এলাকায় ঝাড়– মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা মিথ্য মামলা প্রত্যহার, হাকিম হাওলাদারের বিচারের দাবি জানান।

    Post Views: ১৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ভূয়া  চিকিৎসক  গ্রেপ্তার, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
    • গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    Top