গৌরনদী
শিক্ষা সপ্তাহ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ প্রাথমিক শিক্ষার দ্বীপ্তি, উন্নত জীবনের ভিত্তি। এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র্যালী ও সুকান্ত বাবু অডিটরিয়ামে আলোচনা সভার অয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন। বিশিষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান, মো. আবদুল মান্নান, এস এম বজলুল করিম, মাহবুবুল ইসলাম, নাদিরা আফরিন, মো, পলাশ সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম হোসেন, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম চন্দ্র পাল, সহকারী শিক্ষক ফাউÐেশনের সভাপতি সৈয়দ মাহবুব আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম, অভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য রতন কর, মোঃ মিজানুর রহমান, আল-হেলাল একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, সহকারি শিক্ষক মাওলানা মো. আনোয়ারুল হক নিরু, লক্ষন কাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিমা আক্তার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কোষাদক্ষ মো. রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সাবেক দপ্তর সম্পাদক রাশেদ আহ্মেদ, সাংবাদিক মহসিন আহ্মেদ প্রমূখ।