গৌরনদী
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার পেশাদার সংবাদকর্মীর সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারন সভার সভাপতিত্বে করেন লস্কর মো: আলমগীর হোসাইন ।
এতে বক্তব্য রাখেন মোঃ জহির খান, বরুন মিত্র, সৈয়দ মাহমুদ সবুজ, সরদার মাইনুল, বাসুদেব পাড়–য়া প্রমূখ। সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৯ সালের জন্য ১১ সদ¯্র বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন মোঃ জহির খান (আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ) সভাপতি, সহ-সভাপতি বরুন মিত্র (দৈনিক আজকের পরিবর্তন), সরদার সোহেল (দৈনিক বরিশাল প্রতিদিন) সাধারন সম্পাদক, লস্কর মো: আলমগীর হোসাইন (এসটিভি বাংলা) যুগ্ম সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ সরদার মাইনুল (দৈনিক আজকের পরিবর্তন), দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ সবুজ (দৈনিক বাংলাদেশ বানী), প্রচার সম্পাদক বাসুদেব পাড়–য়া (দৈনিক কলমের কন্ঠ), ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল খান (দৈনিক দখিনের খবর)। কার্যনির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ (দৈনিক সংবাদ), মো: শাকিল আহম্মেদ (সাপ্তাহিক অগ্রযাত্রা) ও দিলীপ কুমার মন্ডল (সাপ্তাহিক দূর্নিতী রিপোর্ট)।