গৌরনদী
গৌরনদীতে দশম শ্রেনির ছাত্রী অপহরন থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের সংখ্যালঘু পরিবারের কন্যা ও মাহিলাড়া এ.এন, মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রীকে (১৭) রোববার দুপুরে অপহরন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত সোমবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরন মামলা দায়ের করেছে স্কুল ছাত্রীর বাবা।
স্থানীয় লোকজন ও স্বজনরা স্কুল জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের এক সংখ্যালঘু পরিবারের কন্যা ও মাহিলাড়া এ. এন, মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রীকে (১৭) একই ইউনিয়নের পাশ্ববর্তি বাঘার গ্রামের সুনীল মÐলের বখাটে পুত্র মিঠুন মÐল (৩০) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। সুনীল মÐল অভিযোগ করেন, মেয়ে বিষয়টি তাকে জানালে তিনি বখাটের বাবা সুনীল মÐলকে বিষয়টি জানিয়ে ছেলেকে শাসন করার জন্য একাধিকবার অনুরোধ করেন। কিন্তু সে কোন ব্যবস্থা নেননি। এতে বখাটে মিঠুন আরো বেপরোয়া হয়ে উঠে। অপহৃতা স্কুল ছাত্রীর মা বলেন, রোববার দুপুর ১টার দিকে মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মাহিলাড়া এলাকায় পৌছলে বখাটে মিঠুন মÐল(৩০) সহযোগীদের নিয়ে পূঁজাকে অপহরন করে মটরসাইকেলযোগে নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানায়, মাহিলাড়া এ.এন, মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী অপহরনের ঘটনায় সোমবার রাতে অপহৃতার বাবা বাদি হয়ে মিঠুন মন্ডলকে প্রধান করে ৪ আসামির বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেছে। অপহরনকারীকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধারে চেষ্টা চলছে।