গৌরনদী
গৌরনদীতে দুই মাদকসেবীকে এক বছরের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল র্যাব-৮র সদস্যরা সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে। ওই রাতে দুই মাদকসেবীকে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করলে বিচারক দুই মাদকসেবীকে এক বছর করে কারাদÐে দÐিত করেছে। তাদেরকে মঙ্গলবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
উপজেলা নির্বাহী কার্যালয়ের একটি সূত্র জানান, বরিশাল র্যাব-৮র একদল সদস্য উপজেলার বার্থী ইউনিয়নের টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী উপজেলার বেজগাতি গ্রামের মোকলেস হাওলাদারের পুত্র মো. শামীম হাওলাদার(২২) ও সুন্দরদী গ্রামের মো. ইউনুস সরদারের পুত্র মো. রুবেল সরদারকে (২৫) ৫পিস ইয়াবাসহ আটক করে রাত ১১টায় গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করে। অদালতে অভিযুক্তরা দায় স্বীকার করে। এ সময় গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খালেদা নাসরিন প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। ইউএনও খালেদা নাসরিন সত্যতা স্বীকার করেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মো. মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার মাদকসেবী মো. শামীম হাওলাদার(২২) ও মো. রুবেল সরদারকে (২৫) বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।