গৌরনদী
উত্তর বিল্লগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার উত্তর বিল্লগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯ সোমবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কালীয়া দমন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, বিদ্যালয় পরিচালনা সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী বেপারী, মোঃ মশিউর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক এস,এম, শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ হাচান সরদার, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ফকির, প্রচার সম্পাদক মোনাছেপ মিয়া, কমিটির হিতৈশী সদস্য হাজী আব্দুল হামিদ, সদস্য আবু রায়হান রিপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা আক্তার। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নার্গিস আক্তার, মরিয়ম বেগম, তাসলিমা সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলাম, মোঃ আঃ সাত্তার সরদার, মোঃ সেলিম সরদার প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শ্রেনী মেধা পুরস্কার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।