গৌরনদী
গৌরনদীতে হোমিও ডাক্তার সম্মেলন ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ডীপলেইট ফার্মাকো লিমিটেডের উদ্যোগে গতকাল বুধবার সকালে কারিতাস মিলনায়তনে হোমিও ডাক্তার সম্মেলন ও চিকিৎসা বিষয়ক সেমনিার অনুষ্ঠিত হয়। ডীপলেইট ফার্মাকো লিমিটেডের সেলস এ্যা- মার্কেটিং ব্যবস্থাপক মোঃ রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবে চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রবীন হোমিও চিকিৎসক ডাঃ মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ডাঃ উত্তম দাস, সাবেক দপ্তর সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান আলোচন ছিলেন ডীপলেইট ফার্মাকো লিমিটেডের এডভাইজার সৈয়দ আওলাদ হোসেন। বক্তব্য রাখেন সেলস অফিসার আবদুল্লাহ আল মাসুদ, বিভাগীয় সেলস ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার জালাল উদ্দিন, সেলস ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ খালিদ সাইফুল্লাহ, ডাঃ মজিবর রহমান, অগৈলঝাড়ার ডাঃ মলয় বিশ্বাস, ডাঃ মৃনাল কান্তি, ডাঃ সুমন, উজিরপুরের ডাঃ গোলাম রহমান, গৌরনদীর ডাঃ ঝর্না আকতার, ডাঃ এম,এ রহিম, রুমানা আক্তার, বরকত হোসেন । সম্মেলনে গৌরনদী , আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার প্রায় শতাধিক ডাক্তার যোগদান করেন।