গৌরনদী
উপজেলা পরিষদ নির্বাচন/ গৌরনদীতে মেরী, আগৈলঝাড়ায় রইস ও উজিরপুরে বাচ্চু সিকদার নৌকার টিকিটে পেলেন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বরিশালের ৯টি উপজেলার দলীয় চেয়ারম্যন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এতে বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুরে চেয়ারম্যান পদে নতুন মুখের নাম ঘোষনা করা হয়েছে। গৌরনদীতে বর্তমান চেয়ারম্যান বহাল রয়েছেন।
গত ৫ ফেব্রæয়ারি বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদীর উপজেলার প্রার্থীর চূড়ান্ত করা হয়। গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রইস সেরনিয়াবাত ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদারের নাম চূড়ান্ত করে গত ৭ ফেব্রæয়ারি কেন্দ্রে পাঠান। গত শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্বান্তে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত নাম ঘোষনা করা হয়। তার মধ্যে আগৈলঝাড়া ও উজিরপুরে নতুন মুখের নাম ঘোষনা করা হয় এবং গৌরনদীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান বহাল রয়েছে। এর আগে চেয়ারম্যান পদে গৌরনদীতে ৫ জন, আগৈলঝাড়ায় ৮ ও উজিরপুরে ১১জন মনোনয় চেয়ে আবেদন করেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের মনোনয়ন চুড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।