গৌরনদী
গৌরনদীতে ৫ম শ্রেনির ছাত্রী ধর্ষনের মামলায় ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় গত বুধবার দিবাগত গভীর রাতে ধর্ষিতার নানা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ওই রাতে পুলিশ পিংলাকাঠী গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক বেলাল হোসেন সরদারকে (২০) গ্রেপ্তার করেছে।
ধর্ষিতা বলেন, সোমবার সন্ধ্যায় নানা, মামা কেউ বাড়িতে ছিল না। নানি মাগরিবের নামাজ পরতে ছিল। এ সময় আমি হাত মুখ ধুইতে বসত ঘরের পূর্ব পাশে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বখাটে বেলাল সরদার আমার মুখ চেপে জোরপূর্বক টেনেহেচরে একই গ্রামের মোবারক সরদারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষিতার নানা বাদি হয়ে বেলাল হোসেন সরদারকে আসামি বুধবার গভীর রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ পিংলাকাঠী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষককে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান। একই আদালতে ধর্ষিতার জবানবন্দি গ্রহন শেষে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।