গৌরনদী
উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ \ গৌরনদীতে চেয়ারম্যান পদে মেরী, ভাইসচেয়ারম্যান পদে ফরহাদ ও হেলেন আওয়ামীলীগের প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদীতে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন মিয়ার স্ত্রী ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খানের বোন হেলেনা আক্তার। বুধবার বিকেলে বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চুড়ান্ত করা হয়। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও উপজেলা আওয়ামীলেিগর সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমানসহ নেতৃবৃন্দ।
বরিশাল জেলা আওয়ামীলীগের একাধিক সূত্র জানান, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের স্বাক্ষরিত নোটিশে মনোনয়পত্র সংগ্রহের নির্দেশ দেন। বরিশাল জেলা আ’লীগের সভাপতি/সম্পাদকের বরাবরে চেয়ারম্যান পদে অফেরতযোগ্য ১০ হাজার টাকা ও ভাইসচেয়ারম্যানপদে ৫হাজার টাকাসহ আবেদনপত্র জমা দেয়ার ঘোষনা দিলে গৌরনদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী আবেদনপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে আবেদন জমা দেন গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, যুগ্ম-সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া। ভাইস চেয়ারম্যান পদে পৌর আ’লীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল হক তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল অমিন, আওয়ামীলীগের সদস্য মামুন মোল্লা, ফারুক বেপারী, প্রনব রঞ্জন দত্ত ওরফে বাবু দত্ত, টরকী বন্দর বর্নিক সমিতির সাধারন সম্পাদক বুলবুল দেওয়ান, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন হাওলাদার। সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সভাপতি জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আ’লীগের সদস্য বার্থী ইউপির সাবেক সদস্য শিপ্রা রানী বিশ্বাস, জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা শারমিন কবির ।