গৌরনদী
আগৈলঝাড়ায় পূত্রবধূকে ধর্ষন চেষ্টার মামলায় শ্বশুর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম খাজুরিয়া গ্রামে পূত্রবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আগৈলঝাড়া থানায় পুত্রবধূ বাদি হয়ে ধর্ষনের চেষ্টা একটি মামলা দায়ের করেছে । এ ঘটনায় পুলিশ মঙ্গলবার শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানায় দায়ের করা মামলায় জানা গেছে, উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে সোহাগ বেপারীর সঙ্গে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম খাজুরিয়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে হালিমা খানমের বিয়ে হয়। বিয়ের পরে ৭/৮ মাস যেতে না যেতে শ্বশুর নুর ইসলাম বেপারী (৪৫) পুত্রবধূ হালিমাকে (২৩) উত্যক্ত শুরু করে এবং নানানভাবে কু-প্রস্তাব দেন। একা বাড়িতে একাধিকবার তাকে ধর্ষনের চেষ্টা চালায়। বিষয়টি হালিমা স্বামী সোহাগ বেপারীকে জানালে স্বামী ও বাড়ির লোকজন বিষয়টি অবিশ্বাস করেন। সম্প্রতি পুত্রবধূ হালিমা তার বাবার বাড়ি আগৈলঝাড়ার খাজুরিয়া বেড়াতে আসেন।
হালিমা অভিযোগ করে জানান, গত সোমবার বিকেলে তাদের বাড়িতে তাকে নিতে আসেন শ্বশুর নুর ইসলাম। এ সময় বাড়িতে কেউ ছিল না। তাই রাতে থেকে মঙ্গলবার সকালে শ্বশুরের সঙ্গে স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল। সোমবার রাতে শ্বশুর নুর ইসলাম তাকে (পুত্রবধূ হালিমাকে) একা ঘরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকারে বাড়ির অন্য ঘরের লোকজন এসে বিষয়টি শুনে নুর ইসলামকে মারধর করে আটকে রাখে এবং আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, পুত্রবধূকে ধর্ষনের চেষ্টার ঘটনায় মঙ্গলবার পূত্রবধূ হালিমা খানম বাদি হয়ে শ্বশুর নুর ইসলামকে আসামি করে নারী-শিশু নির্যাতন দমন আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আসামী শ্বশুর নুর ইসলামকে মঙ্গলবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।