গৌরনদী
গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, এক অপহরনকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের দিনমজুরের কন্যা ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীকে (১৩) গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলার বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাত পোনে ১টায় উদ্ধার করে ও এক অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গল অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ও অপহরকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, গত ২৯ জানুয়ারি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে দিনমজুরের কন্যা ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী (১৩) নিজ বাড়ি থেকে প্রতিবেশী খুকি আক্তারে বাড়ি যাওয়ার পথে বিকেল ৪টায় পশ্চিম চন্দ্রহার খালপাড় সড়কে পৌছলে বখাটের হিরো বেপারী (১৯)র নেতেৃত্বে তার সহযোগী সন্ত্রাসী কাইয়ুম বেপারী(৩০)সহ ৩/৪জন সন্ত্রাসী স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে পরিকল্পিতভাবে অপহরন করে মাহেন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন অপহৃতার বাবা বাদি হয়ে বখাটে হিরো বেপারী(১৯) তার সহযোগী সন্ত্রাসী কাইয়ুম বেপারী(৩০)সহ ৫ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত সোমবার রাত পোনে ১টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও মামলার ২নং আসামি সন্ত্রাসী কাইয়ুম বেপারীকে গেপ্তার করে। গতকাল মঙ্গল অপহৃতাকে ডাক্তারী পরীক্ষা ও অপহরকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।