গৌরনদী
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩০তম বার্ষিক সদস্য সভা ও নির্বাচন রোববার রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। পরিচালনা বোর্ডের বিদায়ী সভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন তত্ত¡াবধায় প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, নির্বাহী প্রকৌশলী অনিল সরকার, পরিচালনা বোর্ডের নির্বাহী সদস্য পাপরী মন্ডল, মোঃ রফিকুল ইসলাম বাবুল, আবু সাঈদ বাবুল। শেষে গোপন ব্যালটের মাধ্যমে ২০১৯ সালের ৪ সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটি নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি আলহাজ্ব হাসান মোঃ জাকি ওরফে রিপন, সহ-সভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ শামচুন নাহার। নব নির্বাচিত পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, টরকী বন্দরের ব্যবসায়ী শেখর দত্ত বনিকসহ ব্যবসায়ী বৃন্দ।