গৌরনদী
গৌরনদীতে বোরো প্রকল্পে পানি সরবারহ কেন্দ্র করে ব্যবস্থাপকের ওপর হামলা, কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে বোরো প্রকল্পে পানি সরবারহকে কেন্দ্র করে শুক্রবার প্রকল্প ব্যবস্থাপক মোঃ কেরামত আলী মাঝিকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় গতকাল শনিবার ৯ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও মামলার এজাহার সুত্রে প্রকাশ, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মৃত গৈজদ্দিন মাঝির পুত্র মো. কেরামত আলী মাঝি উপজেলার ২নং বার্থী ইউনিয়নের সেচ সরবারহ একটি বোরো প্রকল্পে ব্যবস্থাপক হিসেবে দায়ত্ব পালন করে আসছেন। শুক্রবার দুপুরে কয়েকজন কৃষকরা তাদের জমিতে পানি দিতে যায়। এ সময় তাঁরাকুপি গ্রামের বশার দেওয়ানের (৫০) জমির ওপর নালা তৈরী করে পানি সরাবারহ শুরু করলে বশার দেওয়ান তার জমির উপর দিয়ে পানি নিতে বাঁধা দেন। বিষয়টি কৃষকরা প্রকল্প ব্যবস্থাপক কেরামত আলী মাঝিকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয়ার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ কেরামত আলী মাঝি অভিযোগ করে বলেন, ঝগড়াঝাটি ও হাতাহাতির জের ধরে শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে বশার দেওয়ানের নেতৃত্বে তার পুত্র শরীফ দেওয়ান আরিফ দেওয়ান সহ ৭/৮ জন যুবক ধারালো দা, শাবল, লাঠি সোঠা নিয়ে আমার ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে গুরুতরভাবে জখম হয়। স্থানীয় কয়েকজন কৃষক জানান, কেরামতের ডাক চিৎকারে তারা এগিয়ে আসলে হামলাকারীরা নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে কেরামত আলী মাঝিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে বশার দেওয়ান বলেন, আমার জমি দিয়ে নালা কেটে অন্যের জমিতে পানি সরবারহ করতে বাধা দিলে আমাকে মারধর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেরামতের ভাতিজা মোঃ আরিফ মাঝি বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪জনকে আসামি করে গতকাল শনিবার একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।