গৌরনদী
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বিমল রায়ের কন্যা ও বরিশাল বিএম কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্রী লিমা রায় (২৩) শনিবার বিকেলে অটোভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস পরে মৃত্যু হয়েছে। কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক একাধিক সূত্র জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বিমল রায়ের কন্যা ও বরিশাল বিএম কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্রী লিমা রায় (২৩) গতকাল শনিবার বিকেলে নিজ বাড়ি আসার জন্য আগৈলঝাড়ার জোবারপাড় থেকে অটোভ্যানে উঠেন। কান্দিরপাড় এলাকায় পৌছলে অটোভ্যানের চলতি অবস্থায় অসাবধানতাবসত লিমার গলার ওড়না চাকায় পেচিয়ে গলায় ফাঁস লেগে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনন কুমার তাকে মৃত ঘোষনা করে। লিমার অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।