গৌরনদী
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে স্কুল চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ সত্তার মোল্লা, সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ আলম, স্বপন কুমার মন্ডল, তারক চন্দ্র দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, সদস্য মোঃ ছরোয়ার দাড়িয়া, শিক্ষক কাইউম লস্কর, নির্মল ভদ্র, মাহামুদুল আলম, শিক্ষিক লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, হোমল্যান্ড পরিচালক কাজল দাশ গুপ্ত, সরকারি শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ। উল্লে¬খ্য বৃটিশ সরকারের অধীনে ম্যাজিস্ট্রেডের চাকরী ছেড়ে নিজ বাড়ি গৈলায় ফিরে এসে কৈলাশ চন্দ্র সেন শিক্ষার আলেঅ ছড়িয়ে দিতে ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আমৃত্যু এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।