Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম, ২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৩

    | ১৮:১৩, জানুয়ারি ২২ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ডিস ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে গত সোমবার ডিস অফিস হামলা ভাঙচুর, দুই যুবলীগ নেতা ও স্বাস্থ্য সহকারীকে পিটিয়ে গুরুতরভাবে জখম করার ঘটনায় মঙ্গলবার আহত কামরুজ্জামান বাদি হয়ে প্রতিপক্ষ ১০ যুবলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে কামরুজ্জামানের বিরুদ্ধে মাদক মামলা দাযের করেছে পুলিশ। পুলিশ উভয় পক্ষের তিন জনকে গ্রেপ্তার করে দুই জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া বাজারের ডিস ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য মো. মাসুদ মীর (৪০)র সঙ্গে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও নলচিড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রাজু আহম্মেদ (৪০) ও ৪নং ওয়ার্ডের সদস্য মো. মিলন (৩৫)র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ডিস ব্যবসায়ী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য মো. মাসুদ মীর অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই গৌরনদী উপজেলার স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান (৩৬) সোমবার সকাল ৯টার দিকে নলচিড়া বাজারের ডিস অফিসে বসে কাজ করছিল। এ সময় নলচিড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রাজু আহম্মেদ (৪০) ও ৪নং ওয়ার্ডের সদস্য মো. মিলন (৩৫)র নেতৃত্বে ১০/১২টি মোটর সাইকেলযোগে ২৫/৩০ সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ছোট ভাই কামরুজ্জামানকে অপহরন করে মটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে আমার চাচাতো ভাই যুবলীগের সদস্য বাবুল মীর (৪২) বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে কামরুজ্জামানকে তুলে নিয়ে যায়। পরবর্তিতে তাকে কান্ডপাশা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে বেধড়কভাবে পিটিয়ে জখম করে পকেটে ১০পিস ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ কামরুজ্জামানকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন।

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রাজু আহম্মেদ ও ৪নং ওয়ার্ডের সদস্য মো. মিলন হামলা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, কামরুজ্জামান মাদক বেচাকেনা করার সময় আটক করা হয় তবে তাকে মারধর করা হয়নি। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, ডিশ লাইনের ব্যবসাকে কেন্দ্র করে ডিস অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামরুজ্জামান বাদি হয়ে প্রতিপক্ষ নলচিড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রাজু আহম্মেদ ও ৪নং ওয়ার্ডের সদস্য মো. মিলনসহ ১০ জনের নামউল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভূক্ত আসামি মো. রাজু আহম্মেদ ও মো. মিলনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদি হয়ে মাদক আইনে কামরুজ্জামানকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। দুটি বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মো, আনিসুর রহমান ফকির এ প্রসঙ্গে বলেন, মাুসদ মীর উপজেলা যুবলীগের সদস্য তাদের প্রতিপক্ষ রাজু ও মিলন যুবলীগের নাম ব্যবহার করে প্রকৃত পক্ষে যুবলীগের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর দুই বিএনপি নেতার বহিস্কারদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে ভাইয়ের বিরুদ্ধে দেড়শ বছরের দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ
    • গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে চিকৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা \ বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে হামলা ভাঙচুর
    • ওয়াজ মাহফিলে জামায়াতকে ভোট দিবেন না বলায় মুসুল্লীদের প্যান্ডেল ত্যাগ
    • গৌরনদীতে দুলাল রায় দুলু’র শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত
    Top