বরিশাল
আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতার ওপর হামলা, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৭ং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালঅম হাওলাদারের ওপর সোমবার রাতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। আহত আওয়ামীলীগ নেতাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় লোকজন ও আহতর স্বজনরা জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রবাড়ি বিলের জলাশয়ের মাছ বিক্রি করা অর্থ প্রতিবছর স্থানীয় আস্কর কালীবাড়ি হরিমন্দিরে দেয়া হয়। এ বছর বাগধা ইউনিয়ন পরিষদের ৭ং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম হাওলাদার মাছ বিক্রির টাকা মসজিদের জন্য দাবি করেন। এ নিয়ে সোমবার রাত ৯টার দিকে কালীবাড়ি বাজারে মন্দির কমিটির সদস্য ও আস্কর গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে নারায়ন বিশ্বাসের সঙ্গে ইউপি সদস্য কালামের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে নারায়ন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন সমর্থক লাঠিসোটা নিয়ে কালামের ওপর হামলা চালায়। তাকে বেদমভাবে পিটিয়ে জখম করে।
স্থানীয় লোকজন ও স্বজনরা আহত কালঅমকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নারায়ন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কালঅমই তার ওপর হামলা চালিয়েছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।