বরিশাল
আগৈলঝাড়া পুলিশের কাছে তিন মাদক ব্যবসায়ী আত্মসর্মপন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার তিন মাদক ব্যবসায়ী মঙ্গলবার আগৈলঝাড়া থানা পুলিশের কাছে আত্মসর্মপন করেছে। তারা মাদকের সাথে সকল ধরনের সম্পৃক্ততা ছেড়ে দেয়ার মুচলেকা দেন। তিনজনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আগৈলঝাড়া উপজেলার বুধার গ্রামের অরুন সমদ্দারের ছেলে মাদক ব্যবসায়ী অপূর্ব সমদ্দার, পশ্চিম বাকাল গ্রামের মৃত আ. সবুর খানের ছেলে মাদক ব্যবসায়ী আ. রহিম খান বাচ্চু ও বাকাল গ্রামের রাজে আলী ফকিরের ছেলে মাদক সেবনকারী মো.জব্বার ফকির মঙ্গলবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব ও আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেনের কাছে থানায় স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। এসময় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।