গৌরনদী
টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার ঐহিত্যবাহী টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্টান সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে উদ্ধোধনী ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্টান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর সিকদার মোঃ খোকন, সেলিনা আক্তার, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, স্কুল পরিচালনা কমিটির সদস্য আালহাজ্ব দিদার উদ্দিন হাওলাদার, হাসান মোঃ জাকি, আলহাজ্ব মামুন সিকদার, মোঃ আসাদুজ্জামান, রাহিমা আক্তার, ঝর্না নন্দী, উত্তম কুমার দে, মোঃ নুরুল আনোয়ার। স্বাগতম বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক উত্তম কুমার দে, সহকারী শিক্ষক মিনাল কান্তি কবিরাজ প্রমুখ। শেষে বিজয়ী ও মেধাবী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।