প্রধান সংবাদ
অবশেষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা, মিষ্টি বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ৫ বছর চলছে কমিটিবিহীন । অবশেষে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারন সম্পাদক বরিশাল-২ আসনের সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষনা করেছেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল বাড়ৈ ও সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। নতুন কমিটি ঘোষনার পরে আগৈলঝাড়ায় সর্বত্র আনন্দের জোয়ার ও মিষ্টি বিতরন অব্যহত রয়েছে। নেতাকর্মীদের মধ্যে তৈরী হয়েছে এক ধরনের উচ্ছাস।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, সাবেক উপাধ্যক্ষ এস,এম হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাকাল ইউপি চেযারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রফিকুল তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদা।
তৃনমূল নেতাকর্মিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে জাকজমকপূর্নভাবে উপজেলা আওয়ামলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি মো. ইউসুফ হোসেন মোল্লা ও সাধারন সম্পদক পদে যতিন্দ্র নাথ মিস্ত্রির নাম ঘোষনা করা হলেও পূনাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
২০১৩ সালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চান দলের সাধারন সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রি। মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্বান্তে অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দলের সাধারন সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রিকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ দল থেকে বহিস্কার করা হয়। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্ল¬া মারা যান। সেই থেকে কমিটি ছাড়াই চলে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ। দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সমন্বয়ক ও নবনির্বাচিত সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত বলেন, পদে না থেকেও দলকে সু-সংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছি। দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব দিয়েছেন তার হাতকে শক্তিশালী ও দলকে গতিশীল করতে পরামর্শ অনুযায়ি আমি কাজ করবো। এ জন্য আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিদের সহযোগীতা চাই। এদিকে কমিটি ঘোষনার খবর ছড়িয়ে পরলে আগৈলঝাড়ায় সর্বত্র মিষ্টি বিতরন করেন তৃনমূল নেতাকর্মীরা। উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হালিমুজ্জামান, রতœপুর ইউনিয়ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, বাকাল ইউনিয়ন সভাপতি মৃনাল জয়ধর, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার বলেন, নতুন কমিটি তৃনমূল আওয়ামীলীগকে আরো শক্তিশালী করবে। এ জন্য তারা জেলা সভাপতি ও সাধারন সম্পাদকে ধন্যবাদ জানান।