বরিশাল
আগৈলঝাড়ায় চাচার মৃত্যুর খবরে ভাতিজার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাগিরপাড় গ্রামে চাচার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু। এ ছাড়া এ খবরে ওই পরিবারের ভাই ও ভাবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত মো. মফিজদ্দিন খানের ছেলে মো. হাশেম খান (৮০) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার শেষ রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ মারা যান। গতকাল শুক্রবার সকালে এ খবর বাড়িতে পৌছলে মো. হাশেম খানের ভাতিজা মো. মিজানুর রহমান খান (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মিজানের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিজানুর রহমানের ভাই আলমগীর খান (৫৫) ও ভাইয়ের স্ত্রী লামিয়া বেগম (৩৫) অসুস্থ হয়ে পরে। অসুস্থ্য দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ হৃদয় বিদারক ঘটনায় ওই বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।