বরিশাল
আগৈলঝাড়ায় অজ্ঞান করে মালামাল লুট, অসুস্থ-৪
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বাকাল গ্রামে গত বৃহস্পতিবার রাতে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে ঘরের মালামাল লুট করেছে দুর্বিত্তরা। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও অসুস্থ্য পরিবারের স্বজনরা জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ক্ষিরোদ সরকারের ছেলে উত্তম সরকারের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০টায় ঘুমিয়ে পড়ে। বাড়ির লোকজন শুক্রবার সকালে ঘরের দরজা খোলা দেখতে পান এবং ঘরের ভিতরে মানুষের কোন টের না পেয়ে তাদের সন্দেহ হয়। তখন তারা ঘরের ভিতরে ঢুকে গৃহকর্তা উত্তম সরকার (৩৮), তার স্ত্রী ইতি সরকার (৩২), মা বিরোজিনী (৬৫), ছেলে অমিত সরকারকে (১১) অজ্ঞান অবস্থায় দেখতে পান। ওই অবস্থায় অসুস্থ্যদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহকর্তা উত্তমের মেয়ে তমা (১৮) বলেন, আমি মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বৃহস্পতিবার রাতে আমি বাড়িতে ছিলাম না। মা বাবার খবর পেয়ে বাড়িতে এসে সকলকে হাসপাতালে নিয়ে যাই। তাদের এখনো জ্ঞান ফেরেনি। অজ্ঞাতনামা দুবৃত্তরা দিনের বেলা ঘরে ঢুকে খাবারে নেশা জাতীয় দ্রব্র মিশিয়ে গিয়ে থাকতে পারে যা খেয়ে সকলেই অজ্ঞান হয়ে যায়। দূবৃত্তরা কি পরিমান মালামাল গহন ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে তা বাবা মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি আগৈলঝাড়া থানাকে অবহিত করা হয়েছে।