বরিশাল
গৌরনদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কাসেমাবাদ কামিল মাদ্রাসার সুপার আবু সাঈদ মো. কামেল’র সভাপতিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম। কাসেমাবাদ কামিল মাদ্রাসার হেড মোহাদ্দেস মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো রকিব হাসান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, কাসেমাবাদ কামিল মাদরাসা গভর্নিংবডির সভাপতি আ.ফ.ম অহিদ পীর সাহেব। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম এর বক্তব্যে ইভটিজিং, সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ে, আতœহত্যা প্রবনতা রোধ এবং ্ এর কুফল সম্পর্কে বিভিন্ন আলোচনা তুলে ধরেন। এছাড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বার্থী ডিগ্রী কলেজে একই ভাবে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।