গৌরনদী
গৌরনদী টিএ্যাণ্ড টি মার্কেটে দুধর্ষ ডাকাতি, ৬ লাখ টাকার মাল লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার টিএ্যাÐ টি মার্কেটের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা একদল ডাকাত হানা দিয়ে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে দোকানের সাটার ভেঙ্গে ভিতরে ঢুকে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় ব্যবসায়ী ও দুই নৈশ প্রহরী গুরুতরভাবে জখম হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এর কিছুদিন আগে একইভাবে ওই মাকেটের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ডাকাতরা প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মার্কেট কমিটির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে একটি মিনি ট্রাক নিয়ে ৫/৬জন লোক মার্কেটের সামনে এসে ট্রাক থামান। তারা ট্রাক থেকে নেমে নৈশ প্রহরীদের জিজ্ঞাসা করেন আশোকাঠী হাসপাতাল কোন দিকে। এরপর নৈশ প্রহরীদের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে নৈশ প্রহরী জিন্নাত হোসেন (৬০) ও আকবর হোসেনকে (৪৮) অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলন।
ডাকাতরা মেসার্স এস, আর অটো সাইকেল ষ্টোর ভেতরে থাকা মালিক সহিদুল ইসলামকে ডাকেন। দোকানের মালিক মো. সহিদুল ইসলাম দোকান না খোলায় সাটারের সঙ্গে ট্রাকের পেছন ঠেকিয়ে ষ্টার্ট দিয়ে ধাক্কা দিলে দোকানের সাটারটি সম্পূর্ন ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। ডাকাতরা এ সময় সহিদুল বেদমভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বেধে রেখে দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলোন। ডাকাতি শেষে ডাকাতরা দুই নৈশ প্রহরীকে ট্রাকে তুলে নিয়ে গিয়ে আগৈলঝাড়ার নিমতলা নামক স্থানে ফেলে রাখেন। গুরুতরভাবে আহত দোকান মালিক সহিদুল ইসলাম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুই নৈশ প্রহরীকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করা হয়। ব্যবসায়ী সহিদুল জানান, ডাকাতরা দোকান থেকে মটার ও ব্যাটারি সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে দস্যুতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।