গৌরনদী
বরিশাল-১ আসনে বিপুল ভোটে নৌকা প্রতীকে আবুল হাসানাত আবদুল্লাহ বিজয়ী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ একাদশ জাতীয় সংসদে নির্বাচনে বরিশাল-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ জয়লাভ করেছে। এ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ২লাখ ৫ হাজার ৫ শত ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি আন্দোলনের প্রার্থী মো. রাসেল মিয়া পেয়েছেন ১ হাজার ৭শত ৭৯ ভোট। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ হাজার ৩ শত ৫ ভোট। জাকের পার্টির প্রার্থী মো. বাদশা মিয়া পেয়েছেন ৫শত ১৪ ভোট।