গৌরনদী
স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন ও আর্থ সামাজিক উন্নয়নে নৌকায় ভোট চাইলেন আবুল হাসানাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন বরিশাল-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। গতকাল বুধবার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা এলাকায় গনসংযোগকালে তিনি এ কথা বলেন। গনসংযোগ শেষে বিকেলে বার্থী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেন।
বক্তৃতায় আবুল হাসনাত আবদুল্লাহ স্বাধীনতা বিরোধীদের ভোট না দেয়ার আহবান জানিয়ে বলেন, তাদের (স্বাধীনতা বিরোধী) ভোট দিলে পুনরায় স্বধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়বে, এতে স্বাধীনতার যুদ্ধে জীবন দানকারী শহীদদের ইজ্জত কলংকিত ও তাদের প্রতি অসম্মান করা হবে। ওরা (জামাত বিএনপি) ক্ষমতায় আসলে দেশে আবার নিরহ মানুষ হত্যা, জ্বালাও পোড়াও আর কু-রাজনীতি শুরু করবে। সমৃিদ্ধশালী দেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন, কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনার মতো আর প্রধানমন্ত্রী পাবেন না। তার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আবুল হাসনাত আবদুল্লাহ।
সভায় বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফকরুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ও ইউপি সদস্য বজলুর রশিদ, আওয়ামীলীগ নেতা কাজী আসাদুজ্জামান প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর কনিষ্ট পুত্র বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। অনুষ্ঠানে বার্থী ইউনিয় পরিষেদের সাবেক চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা স্বেচ্ছাবেকদলের যুগ্ম আহবায়ক মোঃ ফকরুল আলম মিয়া, বার্থী ইউনিয়ন বিএনপির সদস্য মো. তরিকুল ইসলাম, কবির উদ্দিন মাঝি, মো. কেরামত মাঝী, এরশাদ আলী বেপারীসহ প্রায় ৪ শত বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রনিত হয়ে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।