গৌরনদী
উত্তরন সাংস্কৃতিক সংঘের বর্ষবরন ও আমাদের বাসন্তী বইয়ের মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উত্তরন সাংস্কৃতিক সংঘের বাংলা নববর্ষ ১৪২৩ বরন ও কবি-লেখক বাশার মাহমুদের লেখা পৌষী প্রকাশনীর “আমাদের বাসন্তী” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান গতকাল সকালে উত্তরন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বইয়ের প্রচ্ছদে ছিলেন উজিরপুর গালর্স কলেজের অধ্যক্ষ মো. হারিস মিজান।
উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উম্মোচন করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও অধ্যাপক আঃ হাকিম। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, নির্বাহী সম্পাদক কবি অবিচল আঃ মান্নান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি সাইদ বীন ভূইয়া পান্নু, মনীষ চন্দ্র বিশ্বাস, কবি-লেখক মোয়াজ্জেম হোসেন মুরাদ, কবি ও প্রভাষক আফরোজা বেগম, কবি ফাতেমা জান্নাত চাদনী, কবি ঝর্না দাস লাবনী, মোঃ আজিজুল হক মানিক।