গৌরনদী
বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়ী বহরে হামলা, ৩টি বাস, ৮টি মটরসাইকেল ভাঙচুর আহত-৩০
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-২আসনের বিএনপির মনোনিত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়ী বহরে গতকাল সোমবার দুপুরে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রার্থীর বহরে থাকা ৩টি মাইক্রেবাস ৮টি মটরসাইকেল ভাঙচুর করেছে। এতে স্থানীয় দুই সংবাদ কর্মী, বিএনপির ২০ নেতাকর্মিসহ উভয় দলের ৩০জন আহত হয়েছে। গুরুতরভাবে আহত ১০ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অহতদের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শী, স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গতকাল সোমবার বিকেলে উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের ডাবেরকুল এলাকায় বরিশাল-২ আসনের বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্ধারীত নির্বাচনী সভা কর্মসূচী ছিল । দুপুর ২টার দিকে সরফুদ্দিন আহমেদ সান্টু তিনটি মাইক্রোবাস ও ২০/২৫টি মটর সাইকেল বহর নিয়ে কর্মসূচীতে যাওয়ার পথে বড়া কোটা বাজার পৌছলে লাঠিসোটা নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ৩টি মাইক্রেবাস ৮টি মটরসাইকেল ভাঙচুর ও স্থানীয় দুই সংবাদ কর্মি, ২০ বিএনপি,র্ ১০ আ.লীগ নেতাকর্মিসহ উভয় দলের কমপক্ষে ৩০ আহত হয়।
বরিশাল-২ আসনের জাতীয় ঐক্যফ্র›ন্টের প্রার্থী, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু অভিযোগ করে বলেন, দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে আমি শান্তিপূর্ন কর্মসূচীতে অংশ নিতে ডাবেরকুল এলাকায় রওয়ানা হয়ে দুপুর ২টার দিকে বরাকোঠা বাজারে পৌছলে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম মৃধার (৪০) নেতৃত্বে আওয়ামীলীগের ৫০/৬০ জন চিহ্নত সন্ত্রাসী ক্যডাররা আমার গাড়ি বহরে লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমার বহরের তিনটি সাইক্রোবাস ও ৮টি সটর ভাঙচুর করে এবং কুপিয়ে ও পিটিয়ে ২০ জনকে আহত করেছে। নির্বাচনী মাঠ থেকে আমাকে বিদায় করতে আওয়ামীলীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলায় উজিরপুরের সংবাদ কর্মী মাইনুল আহসান ও আউয়াল হোসেন, বিএনপি কর্মি রনি সরদার, মুন্না হাওলাদার, নিয়াজ খান ও জাকির হোসেন, আরিফ হোসেন, দেলোয়ার হোসেনসহ ২০ জন আহত হয়েছে। গুরুতরভাবে আহত ৭ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তিসহ আহতদের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম মৃধা বলেন, আমরা ডাবেরকুল চৌরাস্তা এলাকায়নেতাকর্মিদের নিয়ে গনসংযোগ করছিলাম। এমন সময় বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহম্মেদ গাড়ি বহরের একটি মটরসাইকেল বরাকোঠা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান(৪৫)র ওপর উঠিয়ে দেয়। এর প্রতিবাদ জানালে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আমার দলের ১০ নেতাকর্মি আহত হয়। গুরুতরভাবে আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল এ বলেন, বিএনপির প্রার্থীর ওপর হামলার কোন লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।