গৌরনদী
বরিশাল-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার বরিশাল-১ আসেন ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আ.লীগের একজন, বিএনপির ২জন, জাকের পার্টির এক ও ইসলামি আন্দোলন এক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে আ.লীগের প্রার্থী বরিশাল জেলা আ.লীগের সভাপতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে সকাল ১১টায় আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিপুল কুমার দাসের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তার পুত্র ও কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য মঈন আবদুল্লাহ । তার সঙ্গে ছিলেন আ.লীগের উপকমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আইনজীবি বলরাম পোদ্দার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মূর্তজা, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা আ.লীগের সদস্য গোলাম ফারুক, আবুল হাসনাত আবদুল্লার একান্ত সচিব মো. খায়রুল বাশার, উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা আ.লীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত। এদিকে গৌরনদীপরে দুপুর ১২টার দিকে তারা (আ.লীগ প্রার্থীর) গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খালেদা নাসরিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগে সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার। দুপুর সোয়া ১টার দিকে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা খালেদা নাসরিনের কাছে মনোয়নপত্র জমা দেন। এর আগে তিনি আগৈলঝাড়ায় মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান খান, আনোয়ার হোসেন তোতা। এদিকে দুপুর পোনে ২টায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক জহির উদ্দিন স্বপন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অজিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক গাজী আবু বকর, সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া মনোনয়নপত্র জমা দেন জাকের পার্টির প্রার্থী মো. বাদশা মিয়া, ইসলামি আন্দোলন প্রার্থী মেহেদী হাসান রাসেল। বরিশাল রিটার্নিং কর্মকর্তার দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জামা দিয়েছেন। গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা খালেদা নাসরিন ও আগৈলঝাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা বিপুল কুমার দাস বলেন, বরিশাল-১ আসনে আ.লীগের ১, বিএনপির ১, জাকের পার্টির ১, ইসলামি আন্দোলন ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।