গৌরনদী
বরিশাল-২ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার বরিশাল-২ আসেন ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আ.লীগের ১, বিএনপির ২জন, জাপা ১, স্বতন্ত্র ২, ইসলামি আন্দোলন ১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে আ.লীগের প্রার্থী অ.লীগের দলীয় টিকিট পেয়ে গতকাল বুধবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বানরীপাড়া আওয়ামীলীগের সদস্য মো. শাহ আলম তালুকদার। এ সময় তার সঙ্গে ছিলে বর্তমান সাংসদ আইনজীবি তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আ.লীগের সভাপতি মো. জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ শিকদার, উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মো. গিয়াস উদ্দি বেপারী। বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন সাবেক সাংসদ ও রেডক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল হক জামাল, ও কেন্দ্রীয় সদস্য শরফুদ্দিন আহম্মেদ ওরফে সান্টু, জাতীয় পার্টি (এরশাদ) দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন চিত্রনায়ক মাসুদ পারভেদ সোহেল রানা। তার সঙ্গে ছিলেন উজিরপুর জাপা সভাপতি মো. বাচ্চু ফকির, সাধারন সম্পাদক মো. হানিফ হাওলাদার। ইসলামি আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মাওলানা নেছার উদ্দিন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, কেন্দীয় কমিটি ও ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও শের ই বাংলার দৌহিত্র ও আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, বানরীপাড়া উপজেলা আ.লীগের সদস্য সৈয়দ ফাইজুল হক ও মো. আনিসুজ্জামান। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তার ৮জনের মনোনয়নপ্রত জমা দানের বিষয়টি নিশ্চিত করেছেন।