গৌরনদী
বরিশাল-২ আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানরীপাড়া)য় ক্ষমতাসীন আ.লীগের ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন প্রার্থী। তার মধ্যে নারী সাম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, কেন্দীয় কমিটি ও ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গতকাল বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জামা দেন।
বরিশাল-২ আসনে গত দেড় বছর ধরে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন পাওয়ার আশায় ১১ জন সাম্ভব্য প্রার্থী গনসংযোগ ও প্রচারনা চালান। এদেরই একজন ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, কেন্দীয় কমিটি ও ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার। রবিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় জহিরুল হক হলের সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মোশারফ হোসেন রাজার স্ত্রী। গত কয়েক মাস ধরে রুবিনা শতাধিক মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে উজিরপুর ও বানরীপাড়ার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। মনোনয়নের প্রত্যাশায় গনসংযোগ ও প্রচারনাকালে বিভিন্ন সমাবেশে সৈয়দা রুবিনা আক্তার দাবি করেছিলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রার্থী করার আশ্বাস দিয়েছেন এবং তার (প্রধানমন্ত্রীর) উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌছে দেয়ার দায়িত্ব দিয়ে এলঅকায় পাঠিয়েছেন। আশা করি মনোনয়ন আমি পাবো। আর যদি আমাকে না দেন নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করবো। পূর্বে এ ঘোষনা দিলেও বর্তমানে নেত্রীর সিদ্বান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দা রুবিনা। স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে সৈয়দা রুবিনা বলেন, এ আসনে শতকরা ৪৯ ভাগ ভোটার নারী তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষনে আমি প্রার্থী হয়েছি। তাছাড়া এ আসনের মানুষের সুখে দুঃখে তাদের পাশে রয়েছি তারাই আমাকে প্রার্থী করেছেন। নেত্রীর সিদ্বান্ত মেনে নেওয়ার পূর্বের ঘোষনা অমান্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেণ, সব সময় সব কথা রাখা যায় না।
উল্লেখ্য বরিশাল-২ আসনে অনেক নাটকীয়তার পরে এ অসনে আ.লীগের টিেিকট পেয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম।