গৌরনদী
উজিরপুরে ব্যবসায়ী হত্যার ৬মাস অতিবাহিত হলেও রহস্য অনুদঘাটিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ উপজেলার সন্ধ্যা নদীর শিকারপুর এলাকা থেকে শিকারপুর বন্দরের ব্যবসায়ী মো. হুমায়ুন কবির (৩২)র ভাসমান লাশ উদ্ধার করে। হত্যার ৬মাস অতিবাহিত হলেও এখনও হত্যার রহস্য অনুদঘাটিত । এতে ক্ষোভ প্রকাশ করেছেন বন্দরের ব্যবসায়ী ও স্বজনরা।
এজাহার ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুÐপাশা গ্রামের মৃত আবুল কাসেম মুন্সীর ছোট পুত্র মো. হুমায়ুন কবির ও তার বড় ভাই শিকারপুর বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেমায়েত মুন্সী যৌথভাবে শিকারপুর বন্দরের চাউলের আড়ৎ, মক্কা ব্রিকস ফিল্ড ব্যবসা পরিচালনা করত। গত ৯ মে সকালে হুমায়ুন কবির বাড়িতে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হন। ওই দিন দুপুর ১টায় সন্ধ্যা নদীর তীরে শিকারপুর বন্দরের উত্তর পাশে পেশকার বাড়ির সামনে স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করার পরে হুমায়ুন কবিরের লাশ বলে পারিবারিক সদস্য ও স্বজনরা সনাক্ত করে। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই মো. হেমায়েত মুন্সী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাÐে জড়িত থাকার সন্দেহে পুলিশ উপজেলার মুন্ডপাশা গ্রামের মো: দেলোয়ার শরীফ (৪৫), ফরিদ মল্লিক (৩৫) ও নাসির তালুকদারকে (৪০) গ্রেপ্তার করে। অসামিরা আদালত থেকে জামিন পান।
শিকারপুর বন্দরের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী হুমায়ুন কবিরকে হত্যার ৬মাস অতিবাহিত হলেও এখনো পুলিশ হত্যা রহস্য উদঘাটন করতে পারেনি। এমন কি কোন হত্যাকারীকে গ্রেপ্তার করেনি। ব্যবসায়ী হুমায়ুনের হত্যার রহস্য উদঘাটনে কোন অগ্রগতি না হওয়ায় হত্যাকারীদের চিহ্নিত করে দ্রæত বিচারের দাবীতে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অব্যহত রেখেছেন। ব্যবসায়ী সমিতির সদস্য সাকিল মাহমুদ জানান, হত্যার রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে খুব শীঘ্রই কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। নিহতের খালা করিমন নেছা অভিযোগ করে বলেন, হত্যা রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকাই রহস্যজনক। মামলার বাদি নিহতের বঢ় ভাই মো. হেমায়েত হোসেন মুন্সী হতাশা ব্যক্ত করে বলেন, পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ দীর্ঘদিনেও হত্যার কারন ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মো. হেলাল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ব্যবসায়ী হুমায়ুন হত্যার রহস্য উদঘাটনে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে রহস্য উদঘাটনে যথেষ্ট অগ্রগতিও হয়েছে, খুব শীঘ্রই প্রকৃত খুনিদের প্রেপ্তার করা হবে।