Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    কৃষি ব্যাংক গৌরনদী শাখার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের মামলা

    | ১৮:২২, নভেম্বর ২০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ অবসরে যাওয়ার আড়াই বছর পর প্রায় সাড়ে ৯কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের গৌরনদী কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা টি,এ, হালিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। কৃষি ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন বাদি হয়ে গত রোববার বরিশালের যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তি আদেশের জন্য রেখেছেন বলে আদালতের একটি সূত্র জানান।

    কৃষি ব্যাংক গৌরনদী শাখার একাধিক কর্মকর্তা, আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী শাখায় ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান ফকির, সিনিয়র কর্মকর্তা টি,এ, হালিম, মো. সেলিম, মো. আবুল কালাম ও ক্যাসিয়ার আব্দুর রশিদ। এই ৫ কর্মকর্তা দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনৈতিক সুবিধা নিয়ে স্থানীয় শাখাকে দূর্নীতির আখরায় পরিনত করেন। ২০১৬ সালে ২এপ্রিল সিনিয়র কর্মকর্তা টি,এ, হালিম অবসরে যান। ২০১৬ সালে মে মাসের বিশেষ নিরীক্ষায় এ ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি ধরা পরে। দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় ওই বছর ওৎকালীন শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান ফকির, মো. সেলিম, মো. আবুল কালাম ও ক্যাসিয়ার আব্দুর রশিদ চাকুরীচ্যুত হন। অবসরে যাওয়ার কারনে টি,এ, হালিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিধায় টি,এ হালিম ব্যাংকের পাওনা পরিশোধ করার অঙ্গীকারনামা দেন। অঙ্গীকার নামার সময়সীমার মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ না করায় তাকে একাধিক নোটিশ দিয়ে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু টাকা পরিশোধ না করায় হালিমের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা দেয়ার সিদ্বান্ত নেন। টি,এ হালিম বরিশাল নগরীরর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের বাসিন্দা।

    এজাহারে বলা হয়, বিবাদি টি,এ, হালিম কৃষি ব্যাংক গৌরনদী শাখায় উর্ধতন কর্মকর্তার দায়িত্ব পালনকালে অনিয়মিতভাবে ঋৃনের সুপারিশ ও বিতরন করেন, অনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করে নীতিমালা বর্হিভূতভাবে ঋৃন প্রদান করেন। এ ছাড়া ব্যাপক অনিয়ম, দূর্নীতির মাধ্যমে ব্যাংকের সুনাম ক্ষুন্ন করেছেন। টি,এ, হালিম বিভিন্ন অনিয়ম করায় ১ হাজার ১শত ৯৮টি ঋৃন মঞ্জুর ও বিতরন করেন। যার ৯ কোটি ২ লাখ ৬৫ হাজার ১৩ টাকা অনাদায়ি থাকে।

    অনিয়মিতভাবে সুপারিশ কৃত ৫৩টি ঋৃন ও ৭টি হারানো ঋৃন নথির জন্য বিভাগীয় মামলার রায় বাবত ১২লাখ টাকা, গৃহনির্মান অগ্রীম বাবত ২৩ লাখ ৮৪ হাজার ৯৭ টাকা, গৃহনির্মান অগ্রীমের সুদ বাবত ১৮ লাখ ৩৫ হাজার৭৬৩ টাকা, বিবিধ অগ্রীম বাবত ১১হাজার ৪৬ টাকা, আভ্যন্তরীন নিরীক্ষার জন্য অতিরিক্ত গৃহিত বাড়িভাড়া বাবত আদায়যোগ্য ২ হাজার ২৪ টাকা, ছুটি নগদায়ন বাবত ৫ লাখ ৯২ হাজার ৪৮টাকা ও গ্রাচুয়েট অর্থের পরিমান শতকরা ৫ভাগ বাবত ৪লাখ ২৫ হাজার টাকাসহ মোট ৯ কোটি ১ লাখ ৮ হাজার ৭৯৬ টাকা টি,এ, হালিমের কাছে ব্যাংকের পাওনা থাকে। এরপর ওই টাকা পরিশোধ না করে ২০১৬ সালে ২ এপ্রিল অবসরে যান। পরবর্তিতে ব্যাংকে নিরীক্ষায় এ পাওনার বিষয় ধরা পরলে সব টাকা ফিরিয়ে দেয়ার কথা বলেন টি, এ হালিম। অভিযোগের ব্যাপারে জানতে টি, এ হালিমের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। কৃষি ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন মামলা দায়েরের কথা স্বীকার করে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হালিম ব্রাংকের টাকা পিরশোধ করার কথা বলে দীর্ঘদিন তালবাহানা করেন। পরে গত ১৪ নভেম্বর টাকার কথা অস্বীকার করেন। তাই আদালতের মাধ্যমে ব্যাংকের টাকা ফেরত চেয়ে এ মামলাটি দায়ের করা হয়েছে।

    Post Views: ৪২৮

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • ৫২‘র ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কাভার্টভ্যানও ট্রলির সংঘর্ষে নিহত-১ আহত-৪
    • সমাজসেবক শাহীনের অর্থায়নে গৌরনদীর কোরফুলি ২২ বছর পর পেলেন আশ্রয়স্থল
    • গৌরনদীতে বখাটের হামলা কুপিয়ে জখম\ মামলা দায়ের, গ্রেপ্তার-২
    • গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন, মামলা-স্বামী গ্রেপ্তার
    • গৌরনদীতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত
    • উজিরপুরে উগ্রতাঁরা মন্দিরের ৩০ ভরি স্বর্ণালংকার চুরি, আটক -৪
    Top