গৌরনদী
আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এক গৃহবধূকে ধর্ষন করেছে একই গ্রামের রাজ্জাক খান (৪৫)। এ ঘটনায় গত শনিবার ধর্ষিতা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল রোববার ধর্ষিতা ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।
পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এক নরসুন্দর স্ত্রীকে বাড়িতে রেখে জীবিকার জন্য সে ঢাকায় ও সন্তানেরা লেখাপড়ার জন্য অন্যত্র থাকেন। গৃহবধূ একাই নিজ বাড়িতে বসবাস করে আসছিল। ধর্ষিতা গৃহবধূ (৩৮) জানান, একাকি বাড়িতে থাকায় প্রতিবেশী একই গ্রামের মো. ইঙ্গুল খানের ছেলে রাজ্জাক খান (৪৫) তাকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি সে (গৃহবধূ) রাজ্জাকের পরিবারের কাছে নালিশ দিলে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমিকি দেন। এজাহারে বলা হয়, গত ২৩ অক্টোবর রাতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য ঘরের দরজা খুলে গৃহবধূ বাইরে কলস ফেলতে আসলে রাত সোয়া ৯টায় রাজ্জাক খান তাকে মুখ চেপে ধরে টেনে হেচরে ঘরের বারান্দায় নিয়ে গামছা দিয়ে মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতা বিষয়টি বাড়ির লোকজন ও ঢাকায় থাকা স্বামীকে জানান। স্থানীয়রা বিচারের উদ্যোগ নিলেও রাজ্জাক আত্মগোপনে চলে যান। স্বামীর সঙ্গে আলোচনা করে মামলার সিদ্বান্ত নেন বলে গৃহবধূ জানান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আফজাল হোসেন জানান, ধর্ষনের ঘটনায় গৃহবধূ বাদি হয়ে শনিবার ধর্ষক রাজ্জাক খানকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে গতকাল রোববার ডাক্তারী পরীক্ষঅর জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।