গৌরনদী
উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যায় ছাত্রলীগনেতাসহ আরো গ্রেপ্তার-৮
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আধিপত্য বিস্তারকে কেন্দ্র বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে হত্যাকাÐে জড়িত ও মামলার এজাহারভূক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাÐে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। বুধবার বরিশাল নগরীর পুলিশ লাইনের ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলনে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম কথা জানান। গতকাল বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, উজিরপুর মডেল থানা পুলিশ ও বরিশাল গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন টিক্কাখালী এলাকায় নান্টু হত্যা মামলার এজাহারভূক্ত অঅসামি, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মা. শাকিল ইসলাম ওরফে রাব্বি (২৫) ব্যক্তিগত অফিস অভিযান চালায়। এ সময় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাকিল ইসলাম, উজিরপুরের জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন শাহ, নিহত চেয়ারম্যান নান্টুর বিরুদ্ধে ভিজিএফ চাল চুরির অভিযোগ এনে দায়েরকৃত মামলার বাদী আ.লীগ কর্মি এরশাদ হাওলাদার, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কাউসার সেরনিয়াবাত, কুদ্দুস হাওলাদার, হাদীরুল ইসলাম হাদী, মো. দিপু ও মো. সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরও বলেন, আসামি মো. শাকিল ইসলাম ও মামুন শাহ জল্লা এলাকায় মাদক ব্যবসার সিÐিকেট গড়ে তোলেন। এতে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারকে তারা হত্যার পরিকল্পনা করেন এবং পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেন। হত্যাকাÐে জড়িত অন্যতম আসামি উজিরপুরের জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন শাহ দেয়া তথ্যমতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে হত্যাকাÐে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ হত্যা মামলার এজাহারভ’ূক্ত আসামি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাইজুর রহমান, আ.লীগ কর্মি হরশিত রায়, আইয়ুব আলী ফরাজী, সাইদুল সিকদার, মন্নান হাওলাদারসহ ১১ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এ নিয়ে এজাহারভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করা হল।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ কাপড়ের দোকানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার। ওই দিন রাতে নিহতের বাবা শুকলাল হালদার বাদি হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩২ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাতনামা আসামি উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করে।