গৌরনদী
গৌরনদীতে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের তিনতলায় ফ্যান ঝুলানো হুকের সাথে গঁলায় ফাঁস দিয়ে রুদ্র (১৯) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার নাঠৈ গ্রামে নির্মাণাধীণ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে। রুদ্র টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাওড়া গ্রামের অনিকের ছেলে। এ ঘটনায় একই গ্রামের তার সহকর্মী (নির্মাণ শ্রমিক) রফিকুল ইসলাম বাদি হয়ে গতকাল সোমবার সকালে গৌরনদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। ময়না তদন্তের জন্য রুদ্রের লাশ গতকাল সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী থানায় এসআই তাজেল ইসলাম জানান, মির্জাপুর থানার ভাওড়া গ্রামের নির্মাণ শ্রমিক রুদ্র (১৯) গত শুক্রবার উপজেলার নাঠৈ গ্রামে নির্মাণাধীন টেক্সটাইল কলেজের একাডেমিক ভবনের কাজে যোগ দেয়। রোববার রাতের খাবার খেয়ে সব নির্মাণ শ্রমিকরা ঘুমাতে যায়। সহকর্মীরা সোমবার ভোরে নির্মাণাধীন ওই ভবনের ফ্যান ঝুলানোর হুকের সাথে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস দেয়া রুদ্রের লাশ ঝুরতে দেখে থানা পুলিশকে খবর দেয়।