গৌরনদী
গৌরনদীতে জেলা প্রশাসকের মতনিমিয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সদ্য যোগদানকারী বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান রবিবার দুপুরে গৌরনদীতে সুধিজন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।
শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরাদ হেসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দাস রনবির, গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সরকারি গৌরনদী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. নিজামুল হায়দার, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন রাঢী, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাদ, ফারুক হোসেন মোল্লা, সৈকত গু পিকলু, গোলাম হাফজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বিএম বেলাল। মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিনাত জাহানের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা এনজিও ফোরামের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ দলের নেতৃবৃন্দ।