গৌরনদী
উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার হত্যার বিচারের দাবিতে বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার কারফা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কারফা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী শেষে প্রতবাদ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ ও হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সদস্য সমীর মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. হিরণ কুমার দাস, যুগ্ন সম্পাদক এ্যাড. বিষ্ণুপদ মুখার্জী, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পাল, জেলা যুব ঐক্য সম্পাদক রীণা রানী হালদার, যুব ঐক্য নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্র ঐক্য সম্পাদক প্রিয়ংকা পাল, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাস, স্থানীয় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, জল্লা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি বেলা রানী জয়ধর, যুবলীগ নেতা মিজানুর রহমান সুমন, ওয়ার্কার্স পার্টি নেতা স¤্রাট মজুমদার, শিক্ষক স্বদেশ বিশ্বাস, জার্মান প্রবাসী রনজিত সরকার প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাÐের ৪৪দিন অতিবাহিত হলেও এখনো মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর রাতে কারফা বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।