গৌরনদী
গৌরনদীর বাটাজোরে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী উপজেলার বটাজোরে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন উপলক্ষে সোমবার সকালে বাটাজোর বন্দরের টলঘরে এক উদ্ধোধণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট ও বরিশাল বিভাগীয় প্রধান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি , গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইসলামি ব্যাংক টরকী শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান, জোনাল অফিসের সিনিয়র অফিসার আবু সালেহ মো: তৌহিদ, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, আ.লীগ নেতা গৌতম বনিক, মোঃ রেজাউল হাওলাদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মিয়া, বাটাজোর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. বাদশা মুন্সী, আব্দুল হালিম, আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক বাটাজোর ব্যাংকিং এজেন্ট মেসার্স ব্রাইট এন্টারপ্রাইজের এন্টার প্রাইজের পরিচালক মোহাম্মদ এসএম জিহাদ মোর্শেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাটাজোর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান। শেষে ফিতা কেটে ব্যাংকের এজেন্ট ব্যাকিং উদ্ধোধন করা হয়।